কোথায় চলে গেলো মহিষেরা
দক্ষিণের পথে
কার সাথে ছিল ভাব
শূন্য বাথান ফেলে গেলো জোয়ারের ঘ্রাণে
কোথায় হারালো মহিষেরা পূর্ণিমা রাতে
চলে গেলো কোন নাগরের পিছু পিছু।


দাঁড়কাকের সাথে ছিল তার মাখামাখি
নি:স্ব দুপুর পরে থাকে
বামনির পাড়ে শুকনো কাদা মেখে গায়ে


বিরহী কাক খুঁজে পাবে এক দিন
নিঝুম দ্বীপে ছল ছল জোড়া চোখ
তাকিয়ে থাকে উত্তর দিকে।