মুক্ত আকাশে ডানা মেলার স্বপ্ন দেখে যুবক
ভাবনায় ভর করে ঘুরে বেড়ায় শনি থেকে বৃহস্পতি
কখনও ব্লাক হোলের কবলে পরতে পরতে বেঁচে যায়
অবাধ্য আঙ্গুল চলে যায় কী-বোর্ডের রেকটেঙ্গুলার বাঁটনে
স্পেস বা ইন্টার প্রেসে যদি আর একটু বাঁচা যেত


বয়স এখন ঘড়ির কাটার সময়রেখায় বন্দি
তাইতো হঠাৎ থেমে যাবার ভয়
ব্যাটারিটা রিচার্জেবল কেন হল না
ইশ!! যদি রিপ্লেস করা যেত
তবুও শৈশবের ফিরতে চাওয়া


ভাবনায় আড়ষ্ট নিউরন, বোকা বাক্সে বন্দি চোখ
আজান্তেই মস্তিষ্ক টেনে নিচ্ছে ঘন কালো নিকটিন
যেন অক্সিজেনের স্বাদটাই ভুলে গেছে


ইদানীং ক্ষণস্থায়ী মেমরীটা ক্রাস করেছে
জানা অজানা বহুমাত্রিক ভাইরাস
সর্বমাত্রার অনীহার প্রত্যাবর্তন


তবুও মুক্তির বৃথা চেষ্টা
একটা সময়ের অপেক্ষায়
একটা সময়
শুধুই একটিবার
বৃথা অপেক্ষায়......


২০০৬/জুলাই