আশা রয়ে গেল
✍️ডঃ উৎপল গিরি

কথা হলো
তবু কথা হলো না
জীবনের বহু কথাই
না বলা রয়ে গেল।

সাধ ছিল
নবান্নে বিন্নিধানে
পৌষের নলিন স্বপ্নে
মিটবে সমস্ত দেনা
সব আশাই রয়ে গেল।

আশা ছিল
ছেলের বিয়ে দেবে
নাতিকে চাঁদ মামার
গল্প শোনাবে;
আশাই রয়ে গেল।

সময়ের স্রোতে
অর্থহীনতায় ভেসে গিয়েছে
জীবনের সব ছন্দ ;
শুধু,আশাই রয়ে গেল।

কথা ছিল
জীবনের সায়াহ্নে
কঠিন বাস্তবের মাটিতে
একসাথে চাঁদ দেখবে;
আশাই রয়ে গেল।

জীবনের লক্ষণ রেখা
পেরিয়ে যেতেই
ঘোর সন্ধ্যা নামে
বিস্মৃতির গহ্বরে;
সব আশা রয়ে গেল!