**এসো হে রুদ্র বৈশাখ**  
   কলমে - ডঃ উৎপল গিরি


কি করে বোঝাই বল
তুমি ছাড়া ভেজা ভাত;
ঠনঠনিয়ে নড়ে ওঠে
বাসন দিবারাত;


কর্মহীনা বিবস্ত্রে ফেরা
দুর্নীতির মুখোশে মোড়া,
শিক্ষা, স্বাস্থ্য, বুক ফাটা কান্না
সহনশীল ফুলের তোড়া।


হে বৈশাখ, তোমার রুদ্র বীণায়
শত শতাব্দীর ক্রন্দন।
তবু ,তুমি আশার বন্দনায়
পঞ্চজহ্ন্য শঙ্খের  স্পন্দন।
--------------------------------------