** কৃষ্য **
কলমে - ডঃ উৎপল গিরি।


কৈফিয়ত চাইবে কি?
যদি সাত দিন অনাহারে
অসহ্য পেটের ব্যথায়
গোধুলির বিবর্ণ মুখে
বন্য, খেজুর পাতার নিচে
রোদ ভোগ করে
ঘামে লেপ্টে
শুয়ে থাকো তুমি?


ঘরময় ম ম করবে
পাহাড়ি লাল ধুলো
তৃণ শয্যায় হামলা দিবে
বন্য মাংসাশী কুকুর;
'মরণ' তোমাকে
হাতছানি দিবে;
রাতে টা টা জানাবে
বিদায়ী  চাঁদ!

ভুলে যাবে তুমি
তোমার গ্রামের নাম
'মরণমারী' না ' আমলাসোল!