ছেলেটির প্রেমে পড়ে অনেক নারী
ছেলেটির গালভরা দাড়ি, শামবর্ন, বইপ্রেমী, সাহিত্যিক
বেঁটে মানুষের ভিড়ে উচ্চতা বেশ ভাল।

একনিমেষে যেকোনো নারী তার প্রেমে পড়বে
তা বলার বাহুল্য রাখে না

নারীরা তার সাথে যেতে চায়
পার্ক, রেস্টুরেন্ট,ইউটোপিয়া ওয়ার্ল্ড

একটি নারী তাকে বিয়ে করতে চাই
সে সাহিত্য বোঝে না
ছেলেটির উচ্চতা, কথার মাধুর্য, কখানা বই লিখলো, প্রেম
কিছুই বোঝে না।

মাঝে মাঝে ছেলেটির সাথে মেয়েটির দেখা হলে
মেয়েটি যুবকটিকে পাত্তাই দেয় না,

মেয়েটি জানিয়েছে, উনুন, ধোঁয়া, দারিদ্র্যতা যেখানে
সেখানে ছয় মাসের ভিতরে চাই একটা চাকরি, মাসে মাহিনা আট কিংবা দশ ----

17/08/2023