ভালোবাসায় আর কি পাওয়া যায়
জানি না
তবে চুমু লাগবেই একশোআট

তুমি বলবে - ছি
লজ্জা নেই তোমার

আমি বলবো
মারো, ধরো, বকো, রাগো
যা ইচ্ছে করো
শুধু আমার ওইটুকু বরাদ্দ - চুমু

লোকে বলবে - আ! মরণ
এতো আকুতি মিনতি বুঝি না

আসলে অসহায় মানুষকে
চুমুই সাহস দেয়

চুমু শিউলি ফুলের মতো
সযত্নে
একটা একটা করে কুড়িয়ে নিতে হয়।