শালা আমি একটা ছোটলোকের বাচ্চা,
না হলাম মানুষ
না হলাম হালচাষ এর বলদ

আমার দ্বারা কিস্যু হয় না
                                      কিস্যু না।

বাপটা সকাল থেকে রাত পর্যন্ত
খেটে খেটে গায়ের রক্ত জল

মা টা যেন মাঠের মুনিশ

চাকরি বাকরি কিচ্ছু জোটে না

প্রেমিকাটা আমার অপেক্ষা করতে করতে
খোলা পিঠে কালসিটে দাগ

আমি শালা ঠিক
                      সূর্যের মত
                             উঠলেও লাল
                                       ডুবলেও লাল।