কিভাবে দুঃখ প্রকাশ করতে হয়
বাবা
জানে না
অশিক্ষিত
নিরক্ষর মানুষের দুঃখ আমরা কেউ শুনতে চাই না।

ভাগ্যিস
তিনি
লেখাপড়া জানেন না
নইলে
বাবার ভেতর থেকে বেরিয়ে আসতো
দিস্তা দিস্তা কবিতা।