তুমি ঠিক ওমন;যেমনটা তোমায় চেয়েছিলাম।
তুমি ঠিক তেমন;আমি এমনটাই ভেবেছিলাম।


রুপকথার রাজকুমারী নও,
ডানাহীন কোনো পরী নও,
গ্রামের কোনো মায়াবতী বালিকা নও,
তুমি ঠিক আমার স্বপ্নের মতন,
আদুরে কোনো ছোয়ার বীজে,
তুমি আমার ঘুমের অণুরন।


এতোটাই বিভোর,
এই রাত শেষের ভোর,
শিশিরভেজা ঘাসের চোখে,
খুজি তোমার হাসির ঘোর।


এমনটাই আমি চেয়েছিলাম,
তোমার পথের ধুলো হতে,
সংকোচ হবে না আমার।
এমনটাই খুব ভাবছিলাম,
অদেখা প্রেমের অপেক্ষাতে,
কাটাতে হবে নিশি প্রহর।


আমি প্রেমহীন গেলে,
বদনাম হবে তোমার সতীত্বের।
একাকী জোছনা কাটালে,
মরণ হবে এই যুবকের।


কি চাও?
বুক খুড়ে খুজে নাও,
চোখের আলোয় ডুবে যাও।