ডানা ভাঙা পাখির গল্পটাকে,
যতন করে পুষে রেখে,
স্বৈরাচারী ভাবনায় বেধে,
যদি সুখী হওয়া যেতো;
বারংবার তাকে পুড়ে ফেলে,
অসহায় নাবিকের কাতর চাহনীতে,
বর্ষার মাসিকে পুতে ফেলা হতো।


আকুন্ঠ পিপাসায় ভরা জোছনায়,
সাময়িক সুখের অনুপ্রেরণায়,
চাঁদ তারা যদি যুদ্ধ করতো;
আমার গানের অকূল দরিয়ায়,
অসহায় কন্ঠের নির্বাক যন্ত্রনায়,
কিছু আশা হেসে বেড়াতো।


চোখদুটো ঘুমায় নি,
শুকতারা জেগে রয়।
ডায়রীর পাতা মাতাল হয়ে,
অনুভব খোজে বিষক্ষয়।