পিতা কহে পুত্র তুমি শিখেছ সাঁতার
অনায়াসে হও দেখি এপার ওপার।
আমিতো নাহি জানি কাটিতে সাঁতার
তথৈবচ অবস্থা বুঝি তোমার মাতার।
যদি কখনো হয় প্লাবন, থৈ থৈ করে চারিধার
আমাদেরে বাঁচাবার তুমি ছাড়া কেবা রবে আর।
তোমার পিঠেতে বসে হব পারাবার;
পারিবে না বাবা তুমি করিতে উদ্ধার?
পুত্র কহে বাবা তুমি এ কি কর ভাবনা
তুমি ছাড়া মাতা ছাড়া আর কি ধারনা।
মোর ডান- অঙ্গ যদি তুমি, বাম অঙ্গ মাতা
তোমাদের রক্ষা ছাড়া কিভাবে মোর রক্ষা।
রাধা- কৃষ্ণ যুগল যেন তুমি আর মাতা
দেহ মাঝে বিরাজ ক'রে নিত্য কর লীলা।
আমার পিঠেতে ব'সো জড়া-জড়ি করি
গুরুজীর জয় বলে ঠিক দিব পারি।