আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয় ২৪ এপ্রিল। এরই প্রেক্ষিতে শব্দ দূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমার রচিত "শব্দের বিড়ম্বনা" কবিতা টি সবার জন্য শেয়ার করলাম।


"শব্দের বিড়ম্বনা"


রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর
প্রাক্তন বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ,
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।


শব্দ একটি শক্তি বটে
                        বাহন দ্বারা চলে,
কঠিন তরল বায়ুর দোলনায়
                          কেঁপে কেঁপে দোলে।
এ কাঁপন তো পড়লে আছড়ে
                           কান সাগরের ঘরে,
মগজ পাতায় কষলে অংক
                           জীবে শ্রবণ করে।


শব্দের মাত্রা ৪০ ডিবি
                           বিজ্ঞানে কয় ভালো,
সেটা কিন্তু জগৎ মাঝে
                           মরীচিকার আলো।
অতিমাত্রায় শব্দ হলে
                           কানে লাগে তালা,
মন আর শরীর স্বাস্থ্য হারায়
                           হচ্ছে মানুষ কালা।


হার্ট এটাক আর স্ট্রোর্ক প্রেসার
                             হাটছে দেহের সনে,
ঘুম স্মৃতি আর বাঁচার হিসাব
                              কমে ক্ষণে ক্ষণে।
পোকামাকড় পাখ পাখালি
                              সরীসৃপ আর মৎস্য,
শব্দ বোমায় আক্রান্ত হয়
                               হচ্ছে তারা ধ্বংস।


আতশবাজি কলকারখানা
                              ট্রাফিক জ্যামের মতো,
ট্রেন বিমান আর গাড়ির শব্দে
                                জীবন অষ্ঠাগত।
কৃষি যন্ত্র অটোমোবাইল
                             এয়ার কুলার আর মাইক,
শব্দ সৃষ্টির রাজা বটে
                             সঙ্গে মটর আর বাইক।


দূষণ দস্যু করছে লুটপাট
                           স্বাস্থ্য সম্পদ আয়ু,
আঘাতে আজ জর্জরিত
                            জিডিপি জলবায়ু।
আইনের হাততো অনেক লম্বা
                            হ্যান্ডকাফ দিলে পরে,
বন্ধ হবে দস্যুর লুটপাট
                            চিরদিনের তরে।


কপিরাইট আইনের সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
প্রফেসর বাড়ি, মধ্য বাড্ডা, বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
তারিখ /২৫-৪-২০১৪