মান আছে হুশ আছেে
আমরা হলাম মানুষ,
খায় দায় নেছে বেড়ায়
ক’জনার আছে হুঁশ?
নেই ভালবাসা আছে শুধু হিংসা
আমরা আবার কিসের মানুষ?


রাম কৃষ্ণ কয়, জীবের মধ্যে ঈশ্বর রয়,
‘জীব সেবা ঈশ্বর সেবা’ স্বামীজী কয়।
শ্রীকৃষ্ণ চৈতন্য, মোহাম্মদ, যীশুখ্রীষ্ট
বলেন মানুষ হবে ধর্ম নিষ্ঠ
জীব হিংসা, প্রানী হত্যা মহাপাপ
মানুষ হয়ে না মানলে পেতে হবে মহাতাপ।


সূচনা জনমে সমাপ্তি মরনে
কর্মকাল তো জীবন,
জীবন কর্ম করে আত্মা ফল ধরে
শেষ কী মরণ?
মরনের পর আছে এক দেশ
নাম হলো পরকাল,
সেখানে নেই দিন নেই রাত
সবদাই সকাল।
যেমন কর্ম তেমন ফল
ইহা পরকালের নিয়ম,
কু কর্মে কু ফল সুকর্মে সুফল
ইহা শাস্ত্রের বচন।
পাপ আত্মা হয় ভারি
অধেঃ করে বিচরন,
পুন্যাত্মা হয় হাল্কা
ঊধ্বে হয় উত্তোলন।


দেহ নশ্বর আত্মা অবিনশ্বর
কর্ম রয়ে যায়,
মরনের পর আত্মা
কর্ম অনুযায়ী স্থান পায়


            ৮/১০/২০১৭


:::::::::::::::::: সমাপ্ত ::::::::::::::