আমার বাড়ি আমার গাড়ি
আমার জমিজমা,
ব্যাংকে আমার টাকা ভর্তি
কোন দিকে নেই কমা।
আমার আছে দুটো ছেলে
তারা বড় বড় মস্তান,
ব্যবসা আমার চলছে ভালো
বড় বাজারে বড় দোকান।
মুম্বাই শহরে আছে হোটেল
চলছে খুব ভালো,
দেশ বিদেশের বাবু সাহেবেরা
সময় কাটিয়ে গেলো।
চেন্নাই শহরে আছে আমার
দুটো বড় বড় কারখানা,
দশ হাজার লোক খাটছে সেথায়
দিনরাত চলছে একটানা।
আন্তর্জতিক বিমান বন্দরে
উড়ান চলছে দুটো,
খবরাখবর রাখার জন্য
চলছে দশটা ন্যাটো।
জামাই আমার বড় ইঞ্জিনয়ার
ডুবাই শহরে থাকে,
চাকরি তাঁর চলছে ভালো
মাসে আসে লাখে লাখে
মাসে আমি বিশ্ব ঘুরি
হাত মেলাবে কে ?
বড় বড় অফিসার বাবুরা
সেলাম আমায় ঠুকে।
দীন দুঃখী ভিক্ষারীদের
দেই নি আমি পাত্তা,
অসহায় মানুষদের ভাবি
আমার বাড়ির কুত্তা।


আমার আমার করে গেলো
তোমার সারা জীবনটা,
তিনকাল কেটে এককালে এলে
তোমর উপায় হবে কোনটা ?
বড় বাজারে দোকান বন্ধ
হোটেল বন্ধ মুম্বাইয়ে,
রাস্তায় ন্যাটো চলে না
উড়ান উড়ে না আকাশে।
রাস্তায় গাড়ি অক্সিডেন্টে
দুটো ছেলের হাত পা ভেঙেছে,
চাকরি থেকে ছাঁটাই হয়ে
জামাইবাবু বাড়ি উঠেছে।
নুন আনলে তেল থাকে না
সংসার চলছে সংকটে,
কোথায় গেল জমিদারি
পড়েছো তো বিপাকে!
কোথায় গেল অর্থ কড়ি
কোথায় গেলো দেমাক,
চিরদিন যায় না সমান
দেমাক গুড়ে হলো তামাক।
ধনসম্পদ আনে অহংকার
অহংকার আনে পতন,
মানুষ হয়ে বুঝলে না
পতনই তো মরন!