বয়স শেষে  সময় আসে
আমি তখন পড়ি খসে,
আমি যখন ছিলাম সবুজ
সবাই আমায় দেখতো বসে।
সূর্যের আলো পড়তো ভালো
নিতাম তখন প্রান ভরে,
মৃত্তিকা থেকে আসতো বারি
শিকড় থেকে শোষন করে।
পবন থেকে কার্বন-ডাই
নিতাম আমি যত পারি,
খাদ্য তৈরি সুন্দর করি
পাঠাতাম আমি রান্না করি।
রন্ধ্র থেকে অতি বারি
বাইরে ছাড়তাম ত্বরা করি
গাছ খাদ্য পেয়ে বলতো তখন
কাউকে আমি নাহি ডরি।
ফুলে ফলে ভরতো তখন
কী সুন্দর দেখতে হতো!
মৌমাছি সব গুন গুনিয়ে
ফুলের মধু পান করতো।
পথিকরা সব দাঁড়িয়ে যেতো
অবাক হয়ে থাকতো চেয়ে!
পাখিরা সব থাকতো বসে
মজা করতো গান গেয়ে।
বয়স শেষে শক্তি হ্রাসে,
হয়েছি আমি বৃদ্ধ,
সবুজ পাতা কচিলতা
আমার প্রতি ক্ষুদ্ধ।
বয়স হলে সময় শেষে
আমি পড়ি খসে,
সবুজ পাতা মনের হরষে
আমায় দেখে  হাসে।
আমি তখন মনের দুঃখে
বলি তাদের কাছে,
দেরি নেই এমন সময়
তোদের ও একদিন আছে!


                         ১০/১০/২০১৭



::::::::::: সমাপ্ত ::::::::::::