সুখ সুখ করে মানুষ
সুখ খোঁজে সকলে,
সুখের তরীতে ভেসে
যায় প্রাণ অকালে|


ভাল বাসা, ভাল লাগা
প্রতিদানে ব্যর্থ,
কেরোসিনে পুড়ে দেহ
খোঁজে সুখের অর্থ|


সুখ পাখি দেশ ছাড়ে  
ছাড়ে নিজ নীড়,
বট মূলে বাধে বাসা,
খোঁজে বালু তীর|


রাজা যেন খোঁজে সুখ
গোটা রাজ শাসনে,
শিশুটি চায় সুখ
মাতৃস্তনে|


ভিখারি খোঁজে সুখ
এক মুঠো ভাত,
বণিকের নাই সুখ
ভয়ে কাটে রাত|


মসজিদ, মন্দিরে
শান্তির প্রার্থনা,  
হতাশায় তবু যেন
বেড়ে চলে যন্ত্রনা|  


সভ্য সমাজে মানুষ
সুখ বলে কী চায়,
পৃথিবীতে নাই সুখ
মঙ্গলে খোঁজে ঠাই|


রাজার উজিরে বলে
সুখ নাই মহাশয়,  
চল তবে অ্যামাজন বনটাকে
করি ক্ষয়|