তুমি রক্ত রাগিনী;
তুমি বিদায়ের আগমনি|
তুমি কুয়াশার চাদর মেলে
টগ্বগে দাঁড়িয়ে আছ-
বসন্তের দুয়ার খুলে |


তুমি ষোড়শী তরুণী;
কী অপুর্ব তোমার গড়নি|
খোঁপায়  পরেছ ফুল
আনুরাগে দাঁড়িয়ে আছ -
উম্মুক্ত বক্ষে করিছ আকুল |


কেটেছে শীতের অসাড়;
পড়েছে বসন্তের সমাহার|
লেগেছে গায় যৌবনের আগুন
তোমার ফুলের পাঁপড়িতে যেন-
স্বার্থক করিলে এই ফাগুন|


ফাগুনে হাওয়ার টানে;
আমার এ উত্তাল মনে,
কী মায়ায় জড়ালে তুমি
অঙ্গে মাখা ফুলবনে-
তোমার প্রেমে ব্যাকুল আমি|


আর খানিক তিন প্রহর;
ফিরিবে নতুন বছর|
তোমার স্নিগ্ধতায় কাটিবে রজনী
বরণ করিবে নবাগতকে তুমি -
তুমি রক্ত রাগিনী|