স্বাধীনতা তুমি ম্লান আজ-
                               সোনার বাংলাদেশে,
তোমাকেই তো পেয়েছিলাম খুঁজে-
                                   ৭১' এর শেষে।


আজ তুমি খুবই নগণ্য
                  নেই কোন দাম তোমার,
তবু আজও অনেকেই বলে-
                      সোনার বাংলা আমার।


সোনার দেশটি সোনা নেই আজ-
                              সবই হয়েছে কয়লা,
হিংসা-প্রহসনে ধ্বংস হচ্ছে দেশ-
            দূর হয়না মনের কুৎসিত ময়ল।