☆☆☆চেনা সেই বান্ধবী☆☆☆
চেনা সেই বান্ধবী-
তবু অচেনা,
রাস্তার ধারে দাঁড়িয়ে সে-
একলা একেলা।
একা-একা দাঁড়িয়ে সে-
উদাস-আনমনে,
কিছু যেন খুঁজে যায়-
প্রতিটি ক্ষণে।
কিছু যেন এঁকে যায়-
নিজ আনমনে,
মাঝে মাঝে হারায় সে-
রঙ্গীন কোন স্বপ্নে।
জানি তুমি বান্ধবী-
যার আঁখি টানা-টানা,
একা একা দাঁড়িয়ে সে-
উদাস-আনমনা।