এসো গল্প বলি , শুদ্ধ পৃথিবীর গল্প
মায়াবি হরিণীর মত নিস্পলক চেয়ে থাকা
পৃথিবীর গল্প ।
জীবনের প্রতিটি পৃষ্টায় ভেসে রয় জোছনার মায়াবী মুখ
ভোরের শুদ্ধ শিশির কণা ঝরে; ঝরে সময়ের প্রজাপতি
বেদনার আকাশে উড়ে – চিলদের ধূসর ডানা
সবুজ মাঠের বুকে জেগে থাকা যৌবনা প্রকৃতি,
ঘুঘুর ডাকে থেমে যাওয়া রৌদ্র ডানা
টুপ টুপ ঝরে পড়া বৈকালিক গন্ধ আবেশ ।
এসো গল্প বলি , সারাবেলা জেগে রই
গোধূলির গন্ধ মেখে-
যেখানে পান্ডুলিপি করে-কবিতার আয়োজন
একমুঠো সুখ নেমে আসে অনাগত প্রশান্তির হিমেল বাতাসে
দূরাগত সন্ধ্যার অন্ধকার,তোমাতে-আমাতে মিশে একাকার
এসো ডুবে যাই গল্পের তরে-
মায়াবী অন্ধকার,অন্ধকারে......অন্ধকারে.........।