** **
বনের পাতা চুপটি করে ফিস ফিসিয়ে গেল বলে
আকাশ ভরা চাঁদের আভা আজকে কেন পড়ছে জলে ?
লাউয়ের মাচায় পুচ্ছ নেচে ডাকল পাখি-
আজকে ধরায় বসন্ত , তাই চেয়ে থাকি ।
মাঠের পরে মাঠ দাঁড়িয়ে ; বিজন বাড়ী
শিমুল ডালে মুকুল এলো কাঁড়ি কাঁড়ি ,
থালার মত রুপোল চাঁদের মুচকি হাসি
ঝরল পুরোন পল্লবেরা- যা সেই বাসি ।
উদাম পায়ে দুর্বা ঘাঁসে লাগল কাঁপন
পিঁউ-পাপিয়া,কোকিল,ডাহুক ডাকল আপন,
জাগল সবুজ ,পুবান বাতাস, বনের পাতা
যৌবনে আজ নেই’ক খরা ; ঋণের খাতা।
লাজুক বধূ-কৃঞ্চচুড়ার লাল শাড়ি
সবুজ পাতায় ভরছে বিভাস বনের বাড়ী,
টুনটুনি তাই গান গেয়ে যায় গুনগুনিয়ে-
বসন্ত আজ রঙকে ছড়ায় দাঁড় টানিয়ে ।
গাছ-গাছালি , সবুজ বনে জাগল সুখ
হরেক রকম প্রেম মেখেছে বনের মুখ ,
যৌবনা ঐ ঘাঁসের দেহ অশান্ত-
ফুল ফুটিয়ে আসছে যে ,আজ বসন্ত ।।