ইতিহাসের মুখ আজ দারুন ক্লিষ্ট ;
নিরুত্তাপ দাঁড়িয়ে রয় পৃথিবীর কমণীয় রুপ
বিষণ্ণ বিকেল ঝরায় রোদের শরীর,
বিপণ্ণ প্রজাপতি; অকালে মুছে যায়
ডানামেলা পাখিদের মৃদু কলরব।
তামাটে যৌবন সম্ভারে জাগে-
জেগে রয় মুখের আড়ালে মুখোশ,
মৃত্তিকা উদগীরণ করে-একঝাঁক
অভিমানী কথা
কালের খেয়ায় ভেসে ওঠে-মায়াবী পর্দা এক
বিপণ্ণ প্রজাপতি, যেন-
ইতিহাস হয়েযায় কালের বিবেক !