**  **
মনোহরী অতলস্পর্শের একখন্ড অরণীয় অর্কিড
পারদহীন আয়নার উপড় উড়ছে বাতাসের ভ্রুণ,
ক্লেদহীন নুয়েপড়া রোদের ঢেউ-খোলাচুলো ফসলের মাঠে-
অন্তহীন জলের গহীনে সহবাসী যাত্রীরা-আমাদের পথচলা ।


নক্ষত্র আকাশের তলে পাখীর নীড়ের মত
কোথাও জলের ঢেউ , বরফের নোনতা স্বাদ-
জীবনের আঁশটে স্বাদ-নিদ্রাহীন প্রকৃতির চোখ ;
স্ফটিক জলের রাজ্যে অন্তহীন সাঁতারে ভেসে চলা .........


ভাসছি পরস্পর – সময় ও সভ্যতার বিম্বিত দ্বীপে
ঘরে ফেরা শালিকের ডানার সুঘ্রাণ ;
শতাব্দী-সভ্যতার আবাস ভুমিতে-
যাওয়া-আসা , রাত আর দিনের মতন ।


আমরা পাখির মত তৃণে গড়ি বাস
কালের খেঁয়ার নোঙর – নুনের সাগরে –
বাতাসে গোলাপ হয়,সাদা সাদা মেঘ হয়- নির্মেঘ কাঁচের দেয়াল
আমরা হাঁটি স্বপ্নে ......সিমানার অতল গহীনে ......


যেখানে থেমে যায় কালের গতি
মুগ্ধ জোছনার সুহাসিনী কম্পিত ঠোঁট ;
ক্ষুয়ে যায় শিকড়েরা শুভ্র মোমের মত
আমরা হয়েযাই বিপন্ন নীলগাই – পৃথিবীর ঝুলানো মানচিত্র ।


** ১৭মার্চ ২০১৭ **