* *
আমার কাছে সুখ ভরা জলে ভেসে ওঠা চর
শীতের সকালে ঠিক একমুঠো মোটা সাদা ভাত
উত্তাপে উঞ্চতায় ভরে ওঠে স্বপ্ন দিঘি ,
প্রজাপতির সাত রঙ , প্রেয়সির আদুরি দু’হাত ।


স্বপ্নকে খোঁজে যারা বিপন্ন প্রহরে
আর যারা প্রাণ খুঁজে নীলের উদরে
কঁচি ধান যেন তার সবুজ শরীর ;
সুখ মোহে চৌচির -চৈতালী পোড়ে।


উড়ে বক , ঘরে ফেরে শালিকের ঝাঁক
স্বপ্নাহত ডানায় সুখমাখা থাক –
রাশি রাশি উড়ে তার সাধ অগনন
সুখচারী প্রজাপতি টানে তবু মন !


আমার কাছে সুখ আকাশের চাঁদ
হাভাতি শিশুর মুখে একমুঠো ভাত ।
অতল সাগরে ঠিক পার পাওয়া কুল
সুখেরা অধরা কেন ? ফুল নাকী ভুল !!