দুঃখকে আমি বিত্ত করেছি
রিক্ত হয়েছি নিজে
বিনিদ্র কেটেছে কতযে রাত্রী
দু,নয়ন গেছে ভিজে ।


সুখের পাখিরা ছিল যারা গানে
সুদিনের সহচর
দুঃখের সাগরে ডুবে মরি যবে
দেখি সবে আজি পর ।


ভাংগা গড়া চলে জীবন নদীতে
আশা-হতাশায় ভাসি
স্মৃতির দুয়ারে শিউলি বকুল
ফুটেরয় রাশি রাশি ।


দুঃখ আমার আপন প্রেয়সি
আমি তার বনমালী
দুঃখ সুখে বাধি আপন নিবাস
সাজিয়ে স্বপ্নডালী ।