চেহারাতেই দোষ থাকলে
আয়না মুছে লাভ কি ?
আঁধার কেটে আলো এলে
সত্য বলাও পাপ কি !


গহীন বনে ঝরছে পাতা
কেই বা রাখে খোঁজ তার
দই ভেবে চুন খেলে রোজ
কে নেবে তার দায়ের ভার ?


নির্বিবাদে যে জন চলে
বাঁকা পথের সন্ধানে
আটকে পড়ে তিমির রেখায়
নিজেই নিজের বন্ধনে ।


পরের দোষ আর খুঁত ধরতে
ছুটছে যারা অর্হিনেশ
নিজের খাঁদে নিজেই পড়ে
হচ্ছে তারা নিজেই শেষ !


চেহারাতেই খুঁত থাকলে
আয়না মুছে লাভ কি ?
হিমের ঘরে বসত যাদের
তারাও খুঁজে তাপ কি !