চুড়ই পাখির ডানার মত
প্রজাপতির পাখার মত
পুবান শীতল হাওয়ার মত
উড়ছে আমার দিন গুলো।
নদীর উতাল ঢেউয়ের মত
ঝর্ণাধারার স্রোতের মত
মুঠো মুঠো দানার মত
শ্রাবণ মেঘের জলের মত
বাড়ছে আমার ঋণ গুলো।
শিশির ভেজা ঘাসের মত
সদ্য জমা পলির মত
স্নিগ্ধ নরম রোদের মত
ভাসছে সময়;কালের নাও
নিত্য দিনের দৈন্য দশায়
ফুরিয়ে গেছে যা ছিল তাও...
ধান ছিল আর পান ছিল
গলায় সুখের গান ছিল,
পুকুর ভরা মাছ ছিল
শ্যামল সবুজ গাছ ছিল
ভাসল সবই বানের মত
উড়ুক্কু এক যানের মত
হাইব্রিড এক প্রাণের মত
ফরমালিনে অবিরত।
উড়ছে সুখের দিন গুলো
বাড়ছে শুধুই ঋণ গুলো।।
(“এই দিন সেই দিন”অপ্রকাশিত পান্ডুলিপি থেকে)