মায়াবী পর্দা ফুঁড়ে জেগে ওঠে সোনামাখা রোদ
মাঠের পরে মাঠ জ্বল জ্বলে শিশিরে সরোদ
সব পাখি নীড় ছাড়ে-রাখালের ব্যস্ত জীবন
রাত্রির ডানা মুছে জেগে ওঠে-পৃথিবী আরেক.........
কতকাল জেগেছে যেন এ ভাবেই ;
পৃথিবীর অরোণ্য, বন
কালের স্রোতে ভাসে-ভেসে গেছে মানবের মন
ভাঁটিবেলা অস্তচল সূয্যের মন
সহজিয়া রমণী এক ; ঘরে ফিরে ক্ষণ ।


চারদিকে সাজানো ছবি ; ক্ষেতের ভেতর
দাঁড়ায় নিমের সারি ,উঁচু তার মাথা
বিকেলের নরম রোদ ছড়ায় আবেশ-
গোধুলির গন্ধ শুকে ঘরে ফেরা পাখি
ডানার গহীনে তার রোদের ঝিলিক
নিকোষ আঁধারে নামে রাত্রির মুখ
বিষণ্ণ রমণী যেন- মেলে দেয় কেশ


পৃথিবীর বুকের প'রে জেগে রয়-রয় তার রেশ
প্রিয়তমার চেনা মুখ বেশ ।প্রিয় স্বদেশ- বাংলাদেশ ।


********* দহগ্রাম ১৯/১/২০১৮*********