এখনো চিৎকার শুনি অগণিত গুহামানবের
নিদ্রাহীন চোখে বসে - দাদনের ক্ষীপ্র ঈগল
হয়তো লেঠেল নয় ; লেঠেলের অশরীরি হাত
দুধের বাটির ছলে দিয়ে যায় যাতনা বিস্বাদ ।


বসরার গোলাপেরা বিবর্ণ, ম্রিয়মান প্রায়
চকচকে চোখ তার;হায়েনার হিংস্র থাবা
সুনয়নি হরিণী দেখে মৃত্যুর বিভীষণ ফাঁদ
জ্বলছে মৃত্তিকা আজ ,মানুষ ও পৃথিবীর মুখ-
প্রজাপতি কাঁদে বসে ভগ্ন ডানায় ।


যমুনা, পদ্মা - তিস্তার অনাহারি মুখ
প্রাচীন গুহার মুখে লিখে রাখে অতীত কথা
আমরাও মানুষ ; তবু নিস্প্রাণ জীব
অনন্ত গুহাবাসী ।  রক্তের উন্মক্ত বেড়াল
নিজ হাতে গড় তুলি মৃত্যুর দুশ্চর দ্বীপ !


এখনো চিৎকার শুনি - কাবিলের কাকের- এমন,
আপন মৃত্যু দেখি , বিম্বিত চোখের কোটর
নেংটি ইঁদুর নাচে সভ্যতার রাজপথে আজ
করাতের বিষদাঁত হননের করে আয়োজন ......।


এখনো চিৎকার শুনি দূরাগত ফসলের মাঠে
বিমল স্নিগ্ধ মাটি পিষে যায় বিষের ভেতর
ঘন কালো আঁধার এক-
রুদ্ধ তার আগামীর দোর ।


**** ৫/২/২০১৮ ***