#  #
কোরবানী ঈদটার দুইদিন পরে
চাঁদে যাবে গেদুচাচা ঠেলাগাড়ি চরে !
কেহবলে গেদুচাচার মাথানেই ঠিক
কেহবলে গেদুচাচা গ্রেটদেশ প্রেমিক ।


গেদুবলে চাঁদে যাব মহাকাশ জয়ে
চুন নেয় সুপারি আর পান শ’য়ে শ’য়ে
ওপাড়ার তারাভানু মুখটিপে হাসে
গেদুচাচা তাকে নাকী খুবভালবাসে ।


তারাভানু মানকরে , ধরে বায়না
গেদু যেন তারে ছাড়া চাঁদে যায়না
গেদুবলে মরি যদি মরব দু’জনে
খালে নয় বিলে নয় দূরগগনে !


তারাভানুর আর যেন তর সয়না
কোরবানী ঈদ কেন আজো হয়না
রেডি আছে ঠেলাগাড়ি ঠিক উঠানে
পাড়ি দেবে ঠিক ঠিক চাঁদটার পানে ।


ঘুম নেই নিঁদনেই নেই নাওয়া খাওয়া
চাঁদে যাবে তাই তার সুখে গান গাওয়া
এবার ঘুরবে তার ভাগ্যের চাকা
আর যারা যাই বলুক, সব বুলি ফাঁকা !


গেদুচাচা চাঁদে যাবে
ঈদে জানায় শুভেচ্ছা
জনগন বোকা যেন নাবালোক বাচ্চা
বুঝে যায় সাধারণে ঠিক ঠিক সাচ্চা ।।