পৃথিবীর ঘুমের মতই মুছে যাবে
একদিন নির্মাণী মুখ ,
কোথাও যাবেনা শোনা ঘুঘুদের গান
নিটল জলের পরে ঢেউয়ের নাচন
অঘ্রাণের শব্দ কি আর যাবে
তারে ডেকে ?
হয়তো নিজেই হবে বিবর্ণ গাঁথন !


এই মেঘ শালিকের উড়ন্ত আবেশ
শেষ হবে দেনা তার হিসেব –নিকেস ,
বিজন ডাঙ্গার পরে একাকী প্রহর
আর কবে দেখা হবে কাকডাকা ভোর !
   শিমুল পলাশে ঢাকা আগুনী ফাগুন-
   টানিবে না কোকিল এক গেয়ে গুন গুন ।


অনেক ঋণের দায় আকাশে বাতাসে
  খেলাপি হয়েছি রোজ –দিন থেকে মাসে
     তবু  এই নির্মাণের মুখ
       যাবে ভেসে ভেসে
বিবাগী স্রোতের টানে
নিজে ভালবেসে ।
হায় সে যে কেন ডাকে
করে ইশারা ?
রব তবু ভালবেসে,
জানে এই মাঠ -ঘাট
    জানে প্রকৃতিরা ।