নেমে এলো রাত বিষণ্ণ গভীর গহব্বর
সে রাতে বুনো শুয়োর ঝাঁকে ঝাঁকে
এ ফোঁড় ও ফোঁড় চাষে মানুষের হাড়
ঘুমন্ত মায়ের বুকে্র শিশু , নারী বৃদ্ধ
বুলেটে বিদ্ধ হয় ; হাসে হানাদার !


রক্তের ফিনকি ছুটে রাক্ষস নখরে
খুন হয় ফুলকলি মায়ের উদরে
উল্লাসে উদ্মাক্ত পিচাশের দল
২৫ এর কালো রাত বারুদের নল ।


কাঁদে মানুষ , ভুলে যায় পাখিদের কলগান
রক্ত নহরে নাচে এ কোন শয়তান !
জেগে ওঠে আচানক বাংলার সন্তান
লেজগুটে পাকিরা হাতে নিয়ে জান খান ।


ছুড়ে ফেলে শৃংখল বাংলার শার্দুল
রক্ত বিলিয়ে রাখে জননীর মান -কুল !
২৫ শে এসেছিল ঘনকালো রাত্রী
এনেছি স্বাধীনতা - রণভেদি যাত্রী ।