এখানে বসন্তের মত ভেসে ওঠে
তোমার লাজুক মুখের ছবি
অঘ্রাণের গন্ধ ভাসে বিমল বাতাসে
আর আমি চেয়ে দেখি নিস্পলক
কে যেন উড়িয়ে দেয় নীলম্বরী শাড়ির আঁচল ।


অনামিকা , পৃথিবীর পথ থেকে পথে
হেঁটে হেঁটে ক্লান্ত পথিক এক –
খুঁজিতেছে অহর্ণিশ স্মৃতির ফানুস
হয়তো বটের ছায়ায় জুড়ায়ে বিবাগী মন
পথিকের চোখে ভাসে ব্যাথার পাহাড় ......


যে নদী হারায় গতি অকাল বিকেলে
মৃদু পায়ে গতি খুঁজে হাঁটু আধো জলে
মৃত্তিকার নরোম বুকে পুতে রাখা ক্ষণ
প্রেমিক চাঁদনী রাত তবু পুড়ে মন ।


অনামিকা , যদি পারো আসিও আবার
দু’জনে ঠিক পাড়ি দেব বাঁধার পাহাড়
সান্ধ্য রোদের মত লাজুকী হাসি-
জানে চাঁদ , তারকারা কত ভালোবাসী ।