তামাম জাহান ঘুমিয়ে যাবার পর
কপাট খুলে আমার মনের ঘর ,
কোথা থেকে আসে এমন আলো
দূর করে দেয় সকল বিস্বাদ কালো !


ডানা মেলে উড়ায় পরানের পাখি
আকাশ জমিন আলোয় মাখা-মাখি
নিরব ধরা ঘুমায় রাতের পাশে
আকাশ জুড়ে চাঁদ সিতারা হাসে ।


সবাই ঘুমায় রাতের বুকটি চুমি
কাহার তরে জাগে বনভূমি ?
পাখ পাখালি গাইছে কাহার নাম
ঘাসের পরে ঝরছে চাঁদের ঘাম ।


পুকুর পারে কেইবা ডাকে রোজ
লঙ্কী পেঁচার বসছে ভূঁড়িভোজ
দম না নেয়া ঝিঁঝিঁ পোকার ডাক
মনের খাতায় কাব্য লেখা থাক ।


সবাই ঘুমায় গহীন রাতের কোলে
নিসীম গগন আপন নেকাব খোলে
পিদিম জ্বালায় হরেক রকম তারা
নদীর বুকে খেলছে জলের ধারা ।


মনের মাঝে কিসের ছবি আঁকা ?
উড়ছে পাখি মেলিয়ে আপন পাখা ,
দিনের শেষে আসবে অমোঘ রাত
ঘুমের পাখির মিটবে ঘুমের সাধ ।


রবির আলো ফুটবে ধরাময়
ঘুমের পাখি চেতন নাহি হয়
হায়রে পাখির নেই তো কোন সাথী
বিজন ঘরে একাই কাটায় রাতি ।


তাই তো বলি রয়না পাখির ঘর
উড়িয়ে বেড়ায় সারা জনম ভর ,
এমনি করেই কাটে দিবা-নিশি
জমাট বাঁধা মানব মনের শিশি ।