হয়তো ডাকিবে ঘুঘু মৃদু কলরবে
আধারের ডানা মুছে জেগে রবে রাত।
বিষন্ন বিকেলে এক উড়ে যাবে পাখি-


হয়তো সাঁকোয়া আর তিস্তার জল
বয়ে যাবে বুকে তার ঠিক অবিরল।


এই সব মাঠ আর ফসলের মুখ
ভূলে রবে সব ব্যাথা, না পাওয়ার দু:খ,
হবে কি এই সব দেখা কখনো আবার!
নির্ঝর পৃথিবীকে ; মুগ্ধ আধার - - - -


অবিরাম জেগে রবে ডাহুকের ডাক
গোধূলীর রঙ মেখে পাখিদের ঝাঁক;
বিজন রাত্রি আর নক্ষত্র আকাশ
নরোম মৃত্তিকা বুক - জেগে থাকা ঘাস -


কেটে যাবে মহা ঘুমে আমার আকাশ।