মোঃহাবিবুর রহমান হাবিব
# হতে দাও জোনাকি #
ইচ্ছে অনিচ্ছায় আহা নির্ঘুম যায় রাত্রী
ঘুমকে বলি দূরে চলে যাও
ঘুমিয়ে পড় তুমি নিজেও ;
ধবল সাদা ডিমের হলদে কুসুমের মত
চোঁখের তারাকে বলি প্রসন্ন হও
হও আরো প্রসারিত মেঘের ডানা
হারিয়ে যেতে দাও রাতজাগা পাখিদের দলে
উদাম গতরে দাঁড়িয়ে থাকা আঁধারের বুকে।
চোঁখে মুখে ঝড়ে পড়ুক একমুঠো জোছনার বৃষ্টি
শিশির ধোয়া ঘাঁসের ডগার মত ধুয়ে যাক
বেদনার পীঠ ,মনের দেয়াল ;
সুচি শুদ্ধ আলোক বরষায়
জেগে উঠুক পৃথিবী,আগামীর সপ্নেরা !
আমাকে কবি হতে দাও
হতে দাও কবিতার শব্দ বুনন দেয়াল
বৃষ্টি হতে দাও
হতে দাও শুভ্র মেঘের ভেলা
আকাশের মত উদার হতে দাও
শিশুর মত কোমল হতে দাও
নারী ও নদীর মত উচ্ছল প্রেমিক হতে দাও
আমাকে ফিরিয়ে দাও একটা আকাশ দেখার চোঁখ।
জেগে থাকতে দাও ,বেড়ে উঠতে দাও
আমাকে হতে দাও নীল জোনাকি
চোঁখে যার দোলখায় আগামির স্বপ্ন
     যার চোঁখে দেখি আমি মায়াময় বিশ্ব !