যখন সন্ধ্যা নামে মাটির নরম বুকের উপর
হিজল তমাল শাখে গলে পড়ে রোদের দেহ
সোনালী ধানের গন্ধ ; টুপ টুপ ঝড়ে পড়ে
ঘরে ফিরে জোড়া শালিক গোধুলীর আলোয়
ঘাসের নরোম ছোঁয়ায় বসে ঠিক মুখো মুখি
হাসিতেছে রূপসী এক নারী বাংলার ।
এলোকেশী মৃদু গন্ধে ভাসে রাতের দেহ
কতদিন দেখেছি তারে বাংলায় ,সবুজ মাঠে
পড়িতেছে মুখে তার গোধুলীর রঙ
সজিনার ডালে হাসে তারি সুখটুকু
সব সুখ ঝরে যেন প্রেম মুঠি মুঠি ।
সবুজ মাঠে জাগে রমনীয় চোখ
তারি পাশে প্রেম ডাকে ;জোছনা অমোঘ ।