,চলেছি যেতে চাও বেশ,চলে যাও তোমরা সবে
কোথাও যাবো না আমি এই বনবিথীকা ছেড়ে
এখানে সবুজের ঢেউয়ে উড়ে আমার শৈশব
মেটেআল,হলুদ সর্ষের ক্ষেতে নাচে স্বপ্ন আবেস
ধানের গন্ধে টানে নদী ও নারীর মুখ
রুপোলী মাছের ডানায় লিখে রাখা প্রেয়সীর প্রেম  ।
কাজল চোখের মত সন্ধ্যার একমুঠো নিকোষ আঁধার
ঝরিতেছে পৌষের শিশিরের কণা ঘাসের ডগায়য়ু
খুঁজিতেছে তাহারে কি সাঝের মায়ায়?,
ভোরের গন্ধে ভিজে শিশিরের গা
দোয়েলের শিসে জাগে প্রভাতের পা;
যেখানে রাতের মত দীঘল নিমের সারি
কলমি লতা দোলে কুমারির মুখে
ঢেউ খেলে হাসি তার সবুজের বুকে ।