আকাশে কি মেঘ ছিল ? নাকী সাদা কাশ !
নীল শাড়ির বধু এক বাংলার আকাশ।
নক্ষত্রের নীচে ঠিক জেগে ওঠে প্রাণ-
অফুরান বুনোফুল,পাখিদের গান,
নারীর প্রেমের মত নদী বহমান
রঙধনু সাত রঙ মেখেছে কৃষাণ।
এই খানে প্রেম আছে ; আছে ভালবাসা
আছে জাম,জামরুল; আম ডাসা ডাসা ।


আকাশে কি মেঘ ছিল?নাকী সাদা বক !
ঘাসের গন্ধে ভোর নিজেই অবাক-
বুনোহাঁস,সুখসারি,ভোরের দোয়েল
পৃথিবীর সব রূপ সব রঙ একা
ঘুঘুর ধূসর পাখায় প্রেম হয় লেখা
বাংলাকে যত দেখি ; হয়না তো দেখা !!