গানের দেশে সবুজের পাখনা মেলে
চুপি চুপি এসেছিল রাজকন্যা এক-
রূপে তার লেগে আছে একমুঠো সুখের পরশ
সোনার নোলক তার ফেলিয়াছে ভুলে কোন কালে,
চিকিমিকি জ্বলিতেছে-কাঁচা সোনা রোদের সকালে ।
অগ্রহায়ণে জেগে ওঠে সেই সব গ্রাম-
অজস্র ধানের গন্ধে ভাসে কন্যার মুখ;অবিরাম


ধূসর খড়ের গাদার পরে শিশিরের হিমের পরশ
ছুঁয়ে যায় কন্যার চুলের বিন্যাশ,
রূপকথার দেশ এক ,আছে এই ধানের দেশে-
কৃষাণীরা সাজায় কন্যায়- কত শত ননদী বেশে
সোনা রোঁদ ঢালে সোনা -ধানের শীষে
বাঁশ-ঘাস , জলে- কন্যা রয়েছে মিশে ।।