যখন ঘুমিয়ে পড়িব এক নরম বিকেলে
নিঃসংগ শুনিবো চুপে পাখিদের মৃদু কলরব
হয়তো সাদাবক উড়িবে এক - সন্ধার আকাশে
মাটির সোঁদা গন্ধে ভিজে যাবে দেহ-মন
নিম আর আতা ফুল অফুরান গন্ধ ছড়াবে বাতাসে;
সারাটা রাত নির্ঘুম কেটে যাবে-
ঝিঁঝিঁদের ডাকে অবিরল,
পুবান বাতাস ডেকে যাবে শৈশব অবিকল ।
রাত্রিরা চুপি চুপি যদি আসে শিয়রে আমার-
একমুঠো নিকোষ আঁধারে মিশে যাবো তব
নিশাচার পাখিদের সাথে-হবে আভিসার
চাঁদ যদি হাসে একা আকাশের গায়
সারাটি জনম যাবে মাটির মায়ায়
যখন ঘুমাবো আমি এই বাংলায় ।।