তেপান্তরের ঘাট পেরিয়ে
মাঠভরা অই ধান
কাব্য হবে কাব্য হবে
ফুল পাখিদের গান ।
স্নিগ্ধ আলোর বৃষ্টি ঝরে
ভিজিয়ে নরম মাটি
ছুঁয়েযায় ঐ মনের বাড়ী
সবুজ ঘাসের গাঁ টি।
ঘাড় বাঁকিয়ে দাঁড়িয়ে থাকে
ভুট্টা সারি সারি
চাঁপার বনে গন্ধ ছড়ায়
রাত্রী নামের নারী।
চুপটি করে কদম ফেলে
ঘরকে ছেড়ে যাই
লীলাবতীর আঁচল পেতে
সুখ পাখিটা চাই।
রাতটা যেন রুপের পরি
চোখের ভেতর চোখ
লোকান্তরের সুহাসিনী
আপন ঘরের লোক।
দুধের নদী শুদ্ধচারী
নীল আকাশের বুক
প্রকৃতিরা সিজদা আঁকে
ক্লান্তি নাসের সুখ ।
চাঁদের গায়ে চাঁদটা হাসে
শুদ্ধ শুভ্র আকাশ
মুঠো মুঠো জোছনা ঝরে
তারই রুপের প্রকাশ।
গোলাপ জবা বেলীফুলে
ভরছে রাতের বুক
রাত দুপুরে কানাকুয়া
ভাঙছে কাহার বুক।
স্বপ্ন নয়রে ঘুমের পাখি
প্রেমিক প্রেমিক খেলা
রাত পোহালেই সাংগ হবে
ফুল পাখিদের মেলা।।