মুক্তি চাই আজ মানবতার মুক্তি চাই
কাপুক ধরায় অসুখ নামের দৈত্যটাই
নীল আকাশে ঘুড্ডি উড়ুক শান্তিটার
স্বস্তি নামের বৃষ্টি নামুক আকাশটার !
মুক্তি চাই আজ ভালবাসার মুক্তি চাই
বিভেদ দেয়াল ভেংগে ফেলার শক্তি চাই
সুখের স্বপন দেশটা গড়ার যুক্তি চাই
ভয়ে মরুক যুদ্ধ নামের মৃত্যু সুখ
হাসুক ধরায় ফুল পাখি আর শিশুর মুখ।।
মুক্তি চাই আজ জেলে চাষার মুক্তি চাই
শ্রমিক মুজুর মুটে কুলি কামার ভাই-
পুঁজিপতি মহাজানের ভাংতে ভিত
বেজে উঠুক বিশের বাঁশি ভেংগে নীদ!
মুক্তি চাই আজ রাজপথের মুক্তি চাই
নিপাত যাক বুলেট বোমা গুলতিটাই
বৃষ্টি নামুক তপ্ত মাটির বুকে ফের
ডাক শোনা যায় শ্রমিক চাষী কৃষাণের।
নিপাত যাক জংগী নামের পশুর দল
শান্তি নামুক ভালবাসায় পৃত্থিতল
জংগী নামের জংলি পশু মরুক বেশ
ফুল ফসলে হাসুক সোনার বাংলাদেশ ।