হারিয়েছি তো অনেক কিছুই
সোনালী ধানের ক্ষেত
বুনো হাসের ডিম কুড়োনোর দিন
মাটির সোদা গন্ধ
জোছনা মাখা এক একটি রাত
গাজী কালু সোনা
ভানের পুঁথি র সুরেলা
আওয়াজ !
হারিয়েছি তো অনেক কিছুই
মায়ের বকুনি উঞ্চ আদর
কবেকার সেই ছেলে বেলা
ফেলে আসা দুরন্ত স্মৃতি
সুজন সবুজ শফিক
কিংবা মুনিরা সাজেদা দের
শাপলা লিলি তো রোজই
জীবনানন্দের বন লতা সেন সেজে
দীঘল কালো চুল এলিয়ে খোপা
হাসির ঢেউ যেন এক একটি
মুক্তোর দানা
ফরমালিন নয় খাটি বিশুদ্ধ
একটি প্রেমের নিখাত পান্ডুলিপি
এক একটা দিন যেন এক একটা
আরব্য উপনাস্যের খন্ডিত রুপ
পোষ্টাফিসের বিজন মোড়ে দাঁড়িয়ে থাকা
প্রতিক্ষার প্রহর গুনা
উদ্দিপড়া খাকি জামার বুক পকেটে
হাত ঢুকিয়ে শ্বেত শুভ্র কেশের
চির চেনা সেই মোজাম্মেল দা
হাতে তুলে দেয় একটি হলুদ খাম
যেন সদ্য কুমারি একটি ঈদের চাদ হাতে পাওয়া
যেখানে লুকিয়ে থাকে তোমার সুবাস !
আজ তুমি নেই সেই কবেই হারিয়েছি চিঠি লেখার প্রতিক্ষা
নেই সেই উইন সন কলম টাও
এস এম এস ই মেইল
ফেসবুকিং প্রতিক্ষণ আমাকে ডাকে
আর আমি প্রতিক্ষার প্রহর গুনি
তোমার একটি হলুদ খামের
তুমিও কি আমারই মত ক্লান্ত
হারানো বিজ্ঞপ্তি পড়ে পড়ে
কখনো যদি পাও খুঁজে
সেই হারানো দিন গুলো
তবে না হয় একবার
খবর দিও ; আমাকে ও ""