তোমাকে ছঁইবো বলে সেই কবে থেকে প্রতিক্ষায় দাঁড়িয়ে থাকা
নির্ঘুম জোসনা রাতের তারা গোনা
অজানা বসন্ত চোঁখে প্রতিক্ষার কোকিল !
আজন্ম দাঁড়িয়ে থাকা মাইলস্টোণ
সেই কবেকার প্রথম দেখায়
তোমার সুভাসিত পরশ
ছুঁ য়ে গেছে আমার মনের আকাশ
আজো সেই স্পর্শ ,তোমার আলতো ছোঁয়া
উরু উরু নেশাবি দু'চোঁখ
আমার কেড়ে নেওয়া প্রতিটা রাতের ঘুম
হঠাট চমকে উঁঠি বৈশাখি ঝড় আমার স্বপন
ছুঁইতে গিয়ে ও ছোঁয়া হল না
খিল খিল হেসে ওঠে স্মৃতির বাসর
আর আমি দাঁরিয়েই থাকি তোমার আসার প্রতিক্ষায়
যেন মহাকালের ব্যর্ত্থ প্রেমিক এক