ধন্য খোদার  আরব ভুমি
ধন্য কা’বা ঘর
তোমাতে এসেছে আদম-হাওয়া
রাসুল-ই-আকবর !
ইবরাহিমের দোয়ার ফসল
ইসমাইলের কূল
মা আমিনার বুকের মানিক
মদীনার বুল বুল।
মহাবিপ্লবী ,তুচ্ছ করিয়া
নিজের হাজার ব্যাথা
ভাবিয়া মরিত দিন রাত শুধু
গণ মানুষের কথা।
মানুষে মানুষে বিভেদ ঘুচিয়া
দুঃখকে  করিলে বিয়োগ-
সাম্য মৈত্রির অটুট বাঁধন
আলোকের সংযোগ !
কত দেশ আজ কত মহাদেশ
সুবাসে তাহার হাসে
নীল গগনের তারারাও  জাগে
সেই নুরের উদ্ভাসে।
শতাব্দী থেকে শতাব্দী পীঠ
শান্তি খুঁজিয়া মরে
পরশে শান্তি  নামিত
তাঁহারে  রেখেছ  স’রে!
দিগ দিগন্তে উঠে হাহাকার-
অশান্ত দুনিয়ায়
তাঁর পথে ফের আসিলে ফিরিয়া
ঘুচে যাবে সব দায় ।।