পান্ডুর মুখে তাকায় পৃথিবী আমার দিকে
আর আমি কুড়াই মহাকালের ঝরা পাতা
চৌচির মানচিত্র পৃথিবীর মায়াবী মুখ
যেন বিগত যৌবনা কোন নারী
আর তার উপর আচর কেটে চলে
আমার অলস হাতের তুলি
মহাকালের বুকে শান্তির দেয়াল
নির্মাণের ব্যর্থ প্রচেষ্টা
ঠিক যেন বিশাল মরু বক্ষে
একফোটা চোখের জলে বন্যার আস্ফালন!
নির্বাক নিঃশব্দে হাসে পৃথিবী
রমনী,কমনীয় কামুকী
আর আমি মহাকালের ব্যর্থ প্রেমিক এক
পাঁই পাঁই করে খুঁজি
আমার হারানো পৌরুষ !
বৃদ্ধ পৃথিবীর বুকে পুতে রাখি
একমুঠো স্বপ্নের বীজ
ঠিক বেদনাহত কোন কবির
ক্ষয়াঞ্ঝু পান্ডুলিপি ।
বয়সের ভারে নুহ্য পৃথিবীও
জেগে ওঠে প্রাতে ঠিক
আমিই ঘুমাই ঘোর অচেতন
কালের ব্যর্থ প্রেমিক.........।