দুপুর বেলা আগুন ঝরে
চৈত্র মাসের রোদ
তেতিয়ে ওঠা তপ্ত মাটি
নিচ্ছে কিসের শোধ !!
খেলা ফেলে ঘরে ফিরে
দামাল শিশুর দল
নিরব নিথর গাছ গাছালি
পাখির কোলাহল ।
টুপ টুপা টুপ রোদের নাচন
সবুজ ঘাসের গায়ে
কাঠ ফাটাতে সুর্যি মামা
নাচছে আদুল পায়ে,।
ঝুর ঝুর ঝুর পরির নাচন
রোদের ঝিলিক পড়ে
রাখাল বালক গুন গুনিয়ে
ফিরছে আপন ঘরে ।।
আগুন ঝরা চৈতালি রোদ
পুড়ছে মাটির বুক
পুড়ছে জমীন মাটির শরীর ;
পুড়েই যেন সুখ !!
ঝির ঝিরানি বাতাস নাচে
ক্লান্তি নাশের আশে
কৃষাণ চাষী জিরোয় ছায়ায়
ক্ষান্ত দিয়ে চাষে ।
রংগীন ডানার প্রজাপতি
রোদের লুটোপুটি
বিজন ঘুমায় সবুজ গ্রাম
ফুল পাখি নেয় ছুটি !
ধুকছে গরু, সবুজ তরু
তৃঞ্চাতে হাসফাস
বৃষ্টি নামুক শীতল শামুক
এক মুঠো বৈশাখ !
উদাস করা দুপুর বেলা
চৈত্র মাসের রোদ
ডাকছে নতুন , পুড়ছে অতীত
ঋণের খাতায় শোধ।