****
কোথাও পাবেনা খুঁজে শ্যামলীমা করে ভীড়
আম আর কাঁঠালের সবুজ পাতার ঘ্রাণ
মুঠো মুঠো ঝরে পড়ে বিকেলের কাঁচা সোনা রোদ
শালিক বকের পাখায় শান্তি সুনিবীড়
হেমন্তের মাঠ জুড়ে দোল খায় ধানের শরীর
ফিসফাস কথা কয় নির্জন সন্ধ্যা
বাতাসে কে ভেসে দেয়-রমনীর কমনীয় শোভা
জোনাকিরা ভালবেসে আলো করে-জল আধো ডোবা।
জাম-জারুলের ডালে দোয়েলের শিস
শাপলায় দোল খায় মায়ের আশীশ
ডানকিনি মাছ ডাকে দুরন্ত কৈশর
কুমড়ো ফুলের ডগায় বাংলার ভোর
সুখের আবেশে তার ভরে ওঠে তীর
আছে এক সুরের দেশ-পাখিদের নীড়।।